আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপিপন্থী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপিপন্থী জ্যেষ্ঠ ১৫ জন আইনজীবী।

Islami Bank

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে গিয়ে ওই আইনজীবীরা দেখা করবেন।

আরও পড়ুন:  চরম সংকটে বিএনপি

one pherma

জ্যেষ্ঠ ওই ১৫ আইনজীবী হলেন- অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহমেদ আজম খান, রুহুল কুদ্দুস কাজল, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, নিতাই রায় চৌধুরী, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক।

উল্লেখ্য, গত রোববার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন। ওই সময় তিনি মন্ত্রীকে আইনজীবীদের একটি তালিকাও দিয়েছিলেন।

ইবাংলা /টিআর /২৩ নভেম্বর ২০২১

Contact Us