টুরিস্ট বাসে আগুনে পুড়ে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে সোমবার এক বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে ৯ জন মৃত্যুর পর এবার পশ্চীমাঞ্চলে একটি টুরিস্ট বাসে দুর্ঘটনার পর আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরো পড়ুন: বৃদ্ধাশ্রমে আগুনে নিহত ৯

ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানিয়েছেন, বাসটি দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’

one pherma

জানা গেছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। মৃত্যুদের মধ্যে অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

সূত্র: রয়টার্স

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us