তিন শিক্ষকের করোনা, স্কুল বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি, পাবনা

করোনায় আক্রান্ত হয়েছেন একই স্কুলের তিন শিক্ষক। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হল। আপাতত বুধবার (২৪ নভেম্বর) থেকে ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

Islami Bank

রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন,। গত ১৪ নভেম্বর স্কুলের শিক্ষিকা শামীমা আক্তারের করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ১৬ তারিখে অন্য ৭ জন শিক্ষক করোনা টেস্ট করলে তাদের মধ্যে সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক মহব্বত আলীর রিপোর্ট পজিটিভ আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুল বন্ধ করা হয়েছে।

one pherma

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী জানান, বিষয়টি শোনার পরপরই তারা আপাতত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। জেলা সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী বলেন, রাজনারায়নপুর স্কুলের ৩ শিক্ষক করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি শুনেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

ইবাংলা/টিপি/২৪ নভেম্বর২০২১

Contact Us