মেয়েকে ধর্ষণ: সৎবাবার ৪০ বছর সাজা

আন্তর্জাতিক ডেস্ক :

সৎমেয়েকে লাগাতার ধর্ষণ ও যৌন হেনস্তার অপরাধে ভারতের কলকাতার পার্ক সার্কাস এলাকায় এক ব্যক্তিকে ৪০ বছর কারাবাসের সাজা দিয়েছেন আদালত।  শুক্রবার (২৬ নভেম্বর) অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক (১) চিন্ময় চট্টোপাধ্যায় এই রায় দিয়েছেন।

এই মামলার সরকারি কৌঁসুলি উত্তম ঘোষ জানান, দোষী ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিশোরীকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।

তিনি আরও জানান, শিশুদের ধর্ষণের ক্ষেত্রে সর্বনিম্ন সাজা ২০ বছর কারাবাস। তা ছাড়া, আমৃত্যু কারাবাস ও মৃত্যুদণ্ডও হতে পারে। এ দিন আদালতের পর্যবেক্ষণ, যে বাবার কাছে শিশুর স্নেহ-ভালোবাসা পাওয়ার কথা, সেই বাবার কাছে এমন নিষ্ঠুর নির্যাতন ঘৃণ্যতম অপরাধ।

আরও পড়ুন : জ্বালানি খরচ বাঁচাতে ঘোড়া কিনলেন যুবক

পুলিশ সূত্রের খবর, ওই কিশোরী পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। তার বাবা মারা যাওয়ার পরে মা দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৮ সাল নাগাদ তিনি বাড়ি ছেড়ে চলে যান। তখন থেকেই তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক শুরু করে তার সৎবাবা।

পুলিশকে কিশোরী জানিয়েছে, সে আপত্তি করলে মারধর করে আটকে রাখা হতো। চলতি বছরের জুলাইয়ে কিশোরী ঘটনাটি সবাইকে জানানোর কথা বললে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ওই ব্যক্তি। তার পরেই কিশোরী স্থানীয় এক ব্যক্তিকে ঘটনার কথা জানায়। তিনি কিশোরীকে থানায় নিয়ে যান।

ইবাংলা/এএমখান/২৭ নভেম্বর, ২০২১

Contact Us