ইউপি চেয়ারম্যানের সমর্থকদের উপর হামলা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীতে গোলজারের বহরে হামলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারের চৌরাস্তায় গোলজার চেয়ারম্যানের গাড়ি বহরে নৌকা সমর্থকদের হামলার অভিযোগ করেছে গোলজার সমর্থকের লোকজন৷

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর)  বিকেলে জাহাঙ্গীর আলম রাজু, রেজাউল করিম রিয়াজ ও গোলজার মোহাম্মদ ভিন্ন ভিন্ন ভাবে ভোটারদের সাথে দেখা করার উদ্দেশ্যে বসুরহাট বাজারে পথসভা করে৷ রেজাউল করিম রিয়াজ ও জাহাঙ্গীর আলম রাজুর পরে গোলজার চেয়ারম্যানের বহর চৌরাস্তায় আসার পরে (সন্ধ্যায়) নৌকা সমার্থকরা বহিরাগত সন্দেহে সিএনজিতে থাকা গোলজার সমর্থকের উপরে অতর্কিত হামলা করে ।

one pherma

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us