১৫ ফুট লম্বা গাঁজার গাছসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার শেরপুরে সিমলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের শিমলা গ্রামের বাবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নির্দেশে এসআই জাহিদ হাসান অভিযান চালিয়ে শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিমলা পূর্বপাড়া এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করেন। তার বাড়ি থেকে প্রায় ১৫ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

one pherma

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইবাংলা / টিআর /২৮  নভেম্বর ২০২১

Contact Us