ময়লার গাড়ি কাজ করবে রাতে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সিটি করপোরেশনের গাড়িচাপায় পর পর দুদিন দুজন নিহত হবার পর নতুন সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি করপোরেশন। দিনের বেলায় ময়লার গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে (ডিএনসিসি)। শনিবার (২৭ নভেম্বর) এমন সিদ্ধান্ত নিল উত্তর সিটি কর্তৃপক্ষ।

Islami Bank

বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা গণমাধ্যমকে জানান,ইতোমধ্যে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রাতের মধ্যেই ময়লা পরিবহনের কাজ শেষ করা হয় । বর্জ্য সরানোর কাজ রাত ১০টায় থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যেই ময়লা সরানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। অনিবার্য কারণে (যান্ত্রিক ত্রুটি) কোথাও বর্জ্য থেকে গেলে দিনেও গাড়ি বের করে কিছু কাজ করা হতে পারে।

one pherma

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ২৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এনিয়ে যখন শিক্ষার্থীদের আন্দোলন চলছিল ঠিক তার পরের দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরেকটি ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবীর নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়।

ইবাংলা / টিপি/ ২৮ নভেম্বর, ২০২১

Contact Us