পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির শাপলাপাতা মাছ। ৬ থেকে সাড়ে ৭ মণ ওজনের মাছটি ৬৩ হাজার টাকায় বিক্রি করেছেন আড়ৎ মালিক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে মাছটি মৎস্যবন্দর আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ ঘাটে নিয়ে আসা হয়।
স্থানীয় জেলেরা জানান, পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে রোববার দিবাগত রাতে জেলেদের জালে এমাছটি ধরা পড়ে। প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে আড়ৎ ঘটে আসলে মাছটি বরিশালের এক ব্যবসায়ী কিনে নেন।
আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক আবু জাফর বলেন, গত দু’দিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পড়ে। মঙ্গলবার সকালে এটিকে আড়ৎ ঘাটে আনা হয়।
ইবাংলা / এইচ /৩০ নভেম্বর, ২০২১