রাজবাড়ীতে এক নারী আটক চুরি করা শিশুসহ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় চুরি করা দুই মাস বয়সী এক কন্যা শিশুসহ হালিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তাকে শিশুসহ পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২২)।

Islami Bank

জানা যায়, সোমবার বিকেলে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছিল। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুজন নারী তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে।

থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা কমলাপুর রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসে। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে।

আরও পড়ুন…এবার কিল জোন বানাচ্ছে ইসরাইল গাজার চারপাশে

one pherma

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস।

তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us