আপনার পুলিশ আপনার পাশে’, ‘তথ্য দিন সেবা নিন’ স্লোগানে বাংলাদেশ পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে পটুয়াখালীর বৃহত্তর মৎস বন্দর আলিপুরে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে।
লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ও আড়ৎদার সমিতি’র সভাপতি মোঃ আনছান উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃখায়ের কাওছার এর সাথে আরো উপস্থিত ছিলেন আলিপুর মৎস্য বন্দর বি এফ ডিসির কর্মকর্তা মোঃশাকিল আহম্মেদ ও মৎস্য ব্যবসায়ি মোঃআবুল হোসেন কাজী,মোঃজলিল ঘরামি,মোঃমাসুদ মোল্লা,মোঃপারভেজ হাওলাদা,মোঃআয়নাল হাওলাদা এবং জেলে ও জেলে নেতারা
এ সময় মোঃআনছার উদ্দিন মোল্লা বলেন,বর্তমান সরকার জেলে বান্ধব। জলদস্যুরতা নিরসনে সরকারের ভূমিকা অতুলনীয়। জেলরা স্বাধীনভাবে মাছ মারতে পারছে।জলদস্যুর জন্য সাগর এক সময় জিম্মি ছিলো বর্তমান সরকার এ জিম্মি থেকে মুক্ত করেছে।এ মাননীয় প্রধানমন্ত্রীরিকে ধন্যবাদ জানাই।
উক্ত সভায় প্রধান অতিথি মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃখায়ের কাওছার বলেন,জেলেদের জন্য সর্বক্ষনিক আমাদের তথ্য সেবা চালু আছে।জেলেদেরকে জিম্মি করে কেউ ব্যবসায় করতে পারবে না।এ রকম কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।মহিপুর থানা পুলিশ আপনাদের সাথে আছে যে কোন সমস্যা আমাদেরকে অভিহিত করবেন।ভালোর মধ্যে কিছু খারাপ থাকে তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
ইবাংলা /টিআর /২ ডিসেম্বর ২০২১