শিয়ালের ফাঁদে আটকা পড়ল মেছো বাঘ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাঝারি মেছো বাঘ ধরা পড়েছে। আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) বাঘটি হাতিয়ার নিঝুমদ্বীপের বনে অবমুক্ত করার কথা রয়েছে।

Islami Bank

বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কুতুবপুর ইউপির কিত্তনীয়ার হাট মুসলিম বাজার এলাকার রহিমের মুরগি খামারে বাঘটি ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামছুদ্দিনসহ উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে গত বুধবার (১ ডিসেম্বর) বিকেলে বাঘটিকে উদ্ধার করে মাইজদী নোয়াখালী বনবিভাগে হস্তান্তর করে।

কুতুবপুর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাফর উল্যাহ স্বপন জানান, সকালে রহিমের মোরগের খামারে বাঘটি মুরগি খেতে এলে শিয়াল মারার ফাঁদে আটকা পড়ে। পরে খাঁচার ভেতরে কৌশলে বাঘটিকে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাঘটি ধরা পড়ার পর এটিকে দেখার জন্য অনেকে ভিড় জমান। অনেককে বাঘটির সঙ্গে সেলফি তুলতে দেখা যায।

one pherma

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, মাঝারি সাইজের বাঘটি মূলত মেছো বাঘ। সাইজ লম্বায় সাড়ে ৪ ফুট আর উচ্চতায় ২ ফুট। এই জাতের বাঘ মানুষের ক্ষতি করে না। এরা বিভিন্ন ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। তবে এলাকাবাসী বাঘটি আটক করার পর তারা কোনো আঘাত করেনি।

ইবাংলা /টিআর /২ ডিসেম্বর ২০২১

Contact Us