শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা দরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বাংলাদেশের ভবিষৎ নির্ভর করেছে। প্রত্যেকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। যাতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারো সেটাই ডিজিটাল দক্ষতা।’

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের ২য় দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, তোমাদের মেধা-দক্ষতার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমি তোমাদের একটি অনুরোধ করব। আর্টস, সাইন্স, কমার্স, মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং যে যাই পড়না কেন, তাতে কোনো রকম বক্তব্য নেই। শুধু একটা শর্ত তোমরা পূরণ করো। সেটা হচ্ছে- প্রত্যেকেই ডিজিটাল দক্ষতা অর্জন করো। তুমি যাতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারো।

তিনি বলেন, যে যত কথাই বলুক ইন্টারনেট ব্যবহার করাও একটি ডিজিটাল দক্ষতা। এ দক্ষতা তুমি অর্জন করবে। তবে অপব্যবহার করবে না। এটা তোমাদের জন্য একটা সুযোগ। তোমরা নিঃসন্দেহে সেটা কাজে লাগাবে। এজন্য কিন্তু তোমাদের প্রোগ্রামার হতে হবে না, বিশেষজ্ঞ হতে হবে না। কিন্তু তোমার জীবনের সামনের দিনে যে কাজই করতে যাবে। তোমার এ দক্ষতা ব্যবহার করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে আমার একটাই প্রত্যাশা, আগামী শতাব্দীতে আমরা যেন জাতিকে আরও ভাইব্রান্ট, ক্রিয়েটিভিটি, হিউম্যান ভ্যালোস রিচ সোসাইটি উপহার দিতে পারি। সে লক্ষ্যেই আমরা কাজ করবো।

ইবাংলা / এইচ / ২ ডিসেম্বর, ২০২১

Contact Us