১০ কেজি ওজন কমালেন ৭১ বয়সী শাবানা

তাসিন

নির্মাতা করণ জোহরের পরবর্তী সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে এ অভিনেত্রীকে। তাই তো অভিনয়ের জন্য ৭১ বয়সে এসেও ১০ কেজি ওজন কমালেন ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।

Islami Bank

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের দাদির ভূমিকায় দেখা যাবে শাবানা আজমিকে। নিজের চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ওজন কমিয়েছেন বলে জানান পাঁচবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

সিনেমাটিতে একজন অত্যন্ত উচ্চবিত্ত ঘরের বর্ষীয়ান এক চরিত্রে অভিনয় করবেন তিনি। তাই করণ ভীষণ গ্ল্যামারাস এবং আকর্ষণীয় একজন মানুষ হিসেবে হাজির করতে চান বলেন জানান শাবানা। এতে আমার পোশাক ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা।

one pherma

সাধারণত কোনও চরিত্রের জন্য ওজন খুব করে বাড়ানো কিংবা কমিয়ে ফেলতে আমি সেভাবে বিশ্বাসী নই। বিশেষ করে একটা বয়সের পর তো নয়ই। তবে করণের সিনেমায় আমার চরিত্রের জন্য এটি জরুরি ছিল।

এর আগে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মান্ডি’ সিনেমার জন্য দশ কেজি ওজন বাড়াতে হয়েছিল শাবানা আজমিকে। এবার করণের সিনেমার জন্য ওজন কমাতে হলো তাকে।

ইবাংলা / এইচ/ ৬ ডিসেম্বর, ২০২১

Contact Us