নাটোরের বনপাড়ার বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে হত্যা মামলায় ১৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক আমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আমিনুর রহমান জানান, দুপুরে আসামিরা নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ২৪ জুন বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনসহ ৪৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির একটি মিছিলে হামলা চালিয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।
ইবাংলা /আমিনুল/ টিপি/ ৭ ডিসেম্বর ২০২১