ফোনালাপ ফাঁস: উৎসের খোঁজে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপটি ফাঁসের উৎস খুঁজছে র‌্যাব। কার মোবাইল থেকে ফোনালাপটি ফাঁস হয়েছিল এবং কে এই অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (৮ ডিসেম্বর) র‌্যাব সদর দফতরে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ফাঁস হওয়া অডিও তদন্ত করতেই চিত্রনায়ক ইমনকে ডাকা হয়েছিল। তবে, ইমনের মাধ্যমে অডিও ফাঁস হয়নি বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইমন। ফোন কলটি গত বছরের ফেব্রুয়ারিতে বলে জানানো হয়েছে। অন্য কারো মাধ্যমে ফাঁস হয়ে থাকলে তা র‌্যাবকে অবহিত করার কথা জানিয়েছেন ইমন।

আরও পড়ুন: ডা. মুরাদের ১৫ অডিও-ভিডিও অপসারণ

এছাড়া মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে র‌্যাব জানায়, কারো ব্যক্তিগত তথ্য ফাঁস অপরাধ, তাই তদন্তের স্বার্থে তাকেও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে ডাকা হবে।

এর আগে, সোমবার রাতে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ফোনালাপের বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখানে তার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহি ও সদ্য পদত্যাগ করা তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনে অশ্লীল-আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি মাহিকে তার সঙ্গে দেখা করতে বলেন। নিজের অনৈতিক ইচ্ছার কথা জানান। এমনকি চিত্রনায়িকাকে মেরে ফেলার হুমকিও দেন।

আরও পড়ুন : র‌্যাব সদর দফতরে নায়ক ইমন

এসব ঘটনায় এরই মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার বিকেল ৩টায় তার পক্ষে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্রটি জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ইবাংলা / টিপি/ ৮ ডিসেম্বর, ২০২১

Contact Us