ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় সাগর কুমার বিশ্বাস (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত তরুণ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকার যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

Islami Bank

রেববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাগর নিহত হন। রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি নাকি (নিহত সাগর) ভররামদিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাঁটছিলেন। তার কানে হেড ফোন ছিল।

one pherma

এ সময় পেছন থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস চলে আসে। এতে কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় ধাক্কা খান সাগর। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলেও তিনি মাসুদ জানান।

ইবাংলা /টিআর /১৩ ডিসেম্বর

Contact Us