ঢাবি ছাত্রী হত্যা: তিন দিনের রিমান্ডে স্বামী

আদালত প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী মেঘলা চৌধুরী ইলমাকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করা হয় ইফতেখারকে। হত্যা মামলায় গ্রেফতার ইফতেখারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ।

স্বামী ইফতেখার আবেদীনের সঙ্গে নিহত ছাত্রী মেঘলা চৌধুরী ইলমা

এর আগে নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বনানী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার করা হয় ইফতেখারকে। মেঘলার স্বামী কানাডা প্রবাসী। ঢাকার বনানীতে বাসা ছিল মেঘলা-ইফতেখার দম্পতির। সপ্তাহখানেক আগেই তিনি দেশে ফেরেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ১৫-১৬ সেশনের ছাত্রী মেঘলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে মেঘলাকে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মেঘলার শরীরে এমন অসংখ্য আঘাতের চিহ্ন দেখা যায়।

ওই ঘটনায় গত রাতেই মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। নিহত মেঘলার খালু মো. ইকবাল হোসেন জানান, মেঘলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে সবকিছু পরিষ্কার হওয়া যাবে।

ইবাংলা / টিপি / ১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us