ইবিতে ‘হিজাব ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার

আর এম রিফাত, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন ও আল-হাদিসের আলোকে হিজাব ব্যবস্থাপনা পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সংশ্লিষ্ট অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Islami Bank

সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।বিভাগের অধ্যাপক আকতার হোসেনের তত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তাহনিয়া তরিক।

one pherma

সেমিনারে বক্তারা বলেন, ইসলামই পারে নারীর সত্যিকারের নিরাপত্তা প্রদান করতে। মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত ইসলামী হিজাব ব্যবস্থার পূর্ণাঙ্গ ও যথাযথ অনুসরনই, সমাজ থেকে ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, নারী হত্যা, এসিড সন্ত্রাস, আত্মাহত্যাসহ যাবতীয় নারী সমস্যার কালো মেঘকে তাড়িয়ে দিতে সক্ষম। আর সেই হিজাব ব্যবস্থার বাস্তবায়নে একজন নারী হিসাবে মহিলা সাহাবীগণ আমাদের সামনে বাস্তব নমুনা।‌‌‌

ইবাংলা /টিআর /২২ ডিসেম্বর

Contact Us