ফেনীর সোনাগাজীতে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১৩ এজেন্টকে আটক করা হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
রোববার (২৬ ডিসেম্বর) ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থানীয় নির্বাচন চলছে। জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, মোট ১৫টি ইউনিয়নে চার লাখ ১৭ হাজার ৩৭৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে উপজেলার সদর ইউনিয়নের প্রবেশ করলে একটি কালো হাইস গাড়ি ও একটি নোহা গাড়িসহ ৩২ জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের নেতৃত্ত্বে পুলিশ ও বিজিবির দুটি আলাদা টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক, সোনাগাজী সদর ইউনিয়নের চর গনেশ ও চর দরবেশ গ্রাম থেকে বহিরাগত প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি, এদের বেশিরভাগের বাড়ি পরশুরাম ও ছাগলনাইয়া
ইবাংলা /টিপি/২৬ ডিসেম্বর