বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুৎ এলাকা অবরোধ করে এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Islami Bank

কারখানার শ্রমিকরা জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

one pherma

শ্রীপুর থানার এসআই মাজহার জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ইবাংলা / টিপি/ ২৮ ডিসেম্বর, ২০২১

Contact Us