বিএনপির সমাবেশ স্থগিত

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রশাসনের অনুমতি না পেয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। ফলে সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে।’

‘এর আগে স্থানীয় নওজোয়ান মাঠে বিএনপি সমাবেশ ডাকে। প্রশাসনকে তা লিখিতভাবে জানানো হয়। পরে একই মাঠে একই সময়ে জেলা যুবলীগ কর্মসূচি ঘোষণা করে। পরে শহরের এটিম মাঠে সমাবেশ করতে চাইলে সেখানে ছাত্রলীগ কর্মসূচি ষোষণা করে।

এর পরিপ্রেক্ষিতে ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করে জেলা প্রশাসন। ফলে পৌর এলাকায় সমাবেশ বাতিল করা হয়। এরপর পৌর এলাকার বাহিরে বাইপাস এলাকার ইকরতাড়া নামক স্থানে সমাবেশ করার অনুমতি চেয়েও পাওয়া যায়নি।

সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডকা হয়েছে। নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ১৪৪ ধারা ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। পৌর এলাকায় কেউ যাতে সভা-সমাবেশ করতে না পারে সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের।

ইবাংলা /টিআর /২৮ ডিসেম্বর

Contact Us