মৃত্যুর কাছে হার মানলেন সেই এএসআই

জেলা প্রতিনিধি, রাজশাহী

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আলী (৩৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাকে ভর্তি করা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন তিনি।

এএসআই ইমাম আলী রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইনস শাখায় কর্মরত ছিলেন।তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামেক ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে টানা দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) রুহুল আমিন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) ইমাম আলী বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে ইমাম আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হবে।

ইবাংলা /টিআর /২৯ ডিসেম্বর

Contact Us