রাষ্ট্রপতির সঙ্গে বিএনএফের সংলাপ, ৩ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বিএনএফের ৭ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে।বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় তারা বঙ্গভবনে প্রবেশ করেন।

Islami Bank

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সরকার গঠনসহ ৩ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এছাড়া সার্চ কমিটি গঠনে ৫ জনের নাম প্রস্তাব করেছে দলটি।

প্রস্তাবিত নামের মধ্যে ২ জন প্রখ্যাত অধ্যাপক, একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন সাবেক সেনাকর্মকর্তা ও একজন সাবেক আইজিপি রয়েছেন।

one pherma

স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপের ষষ্ঠ দিনে বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রতিনিধি দলের সদস্যরা।

প্রসঙ্গত, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইবাংলা / নাঈম/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us