ফের লাফিয়ে বাড়ছে করোনায় শংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে।

Islami Bank

আর আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩ জনে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৯১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮  হাজার ৪১৬ জন।

আরও পড়ুন :  দেশে আরও ৪ জনের ওমিক্রন শনাক্ত

এর আগে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা যান। এ সময়ে নতুন করে আরও ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

one pherma

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৫৬৪ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৭ হাজার ৮৩১ জন। যা আক্রান্তের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৯৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৭১৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৮ লাখ ৫ হাজার ৫৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ইবাংলা/ ই/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us