‘সংকট মোকাবিলায় দেশে অর্থনীতির চাকা সচল’

জেলা প্রতিনিধি, নাটোর

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বৈশ্বিক মহামারিতে বিশ্ব নেতৃত্ব যখন হিমশিম খেয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে সেই সময়ে জননেত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা, দক্ষতা, দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামারির সংকট মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

Islami Bank

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নাটোর পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মিসভায় এস এম কামাল হোসেন বলেন, যেখানে যুক্তরাষ্ট্রের মত দেশেও ২ কোটি লোক অপুষ্টিতে ভুগছেন সেখানে বাংলাদেশে আল্লাহর রহমতে করোনা মহামারির সময়ে একটি লোকও না খেয়ে মারা যায়নি, যদিও ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করেছিল যে বাংলাদেশে ২০ লাখ লোক না খেয়ে মারা যাবে।

তিনি বলেন, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপির সব ষড়যন্ত্র এবং অপপ্রচারকে মোকাবিলা করে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

one pherma

এস এম কামাল বলেন, নাটোর পৌরবাসীকে আহ্বান জানাই স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকায় উমা চৌধুরীকে ভোট দিয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এবং অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই কর্মীসভায় সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি ,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল এমপি, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উমা চৌধুরী জলি প্রমুখ। সভা সঞ্চালনা করেন নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু।

ইবাংলা /টিআর /২৯ ডিসেম্বর

Contact Us