কক্সবাজার নারী পর্যটকদের বিশেষ জোন প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকদের নিরাপত্তার জন্য ১৫০ ফুটের যে বিশেষ জোন করা হয়েছিল সেটি প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

Islami Bank

বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, নারীদের আলাদা জোনের বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের উপর সব সময় আমরা শ্রদ্ধাশীল। সুতরাং সম্মানিত পর্যটকদের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলাে।

one pherma

এর আগে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে করা হয় বিশেষ এই জোন।

বুধবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

ইবাংলা/এইচ/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us