অবৈধ অটোরিকশা বন্ধে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর সিটি কলেজ এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস ছামাদ শিকদার।

Islami Bank

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার মাত্রা খুব বেশি বেড়ে গেছে। তাদের কারণে সড়কে অনেক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এছাড়া হাইকোর্ট থেকে এসব অটোরিকশা বন্ধের নির্দেশ থাকলেও কিছু কিছু অসাধু ব্যক্তি ব্যাটারিচালিত এসব অটোরিকশার ব্যবসা অব্যাহত রেখেছে।

তিনি বলেণ, আমরা এসব অবৈধ যানগুলোর বিরুদ্ধে মাঠে নেমেছি। এসব অবৈধ যানবাহনগুলো বন্ধ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

one pherma

এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘোষণা দিয়ে বলেছিলেন, আগামী বছর থেকে অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। গত ৩০ ডিসেম্বর নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এ সিদ্ধান্ত জানান তিনি।

ইবাংলা / নাঈম/ ০২ জানুয়ারি, ২০২২

Contact Us