ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জমির, সম্পাদক কবির

মিডিয়া ডেস্ক

ইউরোপে বাংলাদেশি সংবাদকর্মীদের স্বার্থরক্ষা ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব’। শনিবার ( ১ জানুয়ারি) অনলাইন মাধ্যমে আয়োজিত সভায় অংশগ্রহণকারী ইউরোপে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আলোচনার ভিত্তিতে দৈনিক যুগান্তরের ইতালি প্রতিনিধি জমির হোসেনকে সভাপতি ও বাংলা টিভির স্পেন (মাদ্রিদ) প্রতিনিধি কবির আল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

অ্যাড. আনিচুজ্জামানের সভাপতিত্বে এবং মিরন নাজমুল ও ফরিদ আহমেদ পাটওয়ারীর যৌথ পরিচালনায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের ঐক্য বজায় রাখা, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপন করা, বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে ‘ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সভাপতি জমির হোসেন (ইতালি), সহ সভাপতি হাবীবুল্লাহ আল বাহার (জার্মানি), এমডি আব্দুল্লাহ ইকবাল (ফিনল্যান্ড), ওমর ফারুক হিমেল (জার্মানি), সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ (স্পেন), যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী (পর্তুগাল), ইসমাইল হোসাইন রায়হান (স্পেন), সাংগঠনিক সম্পাদক ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সৈয়দ মুনতাসির রিমন (ফ্রান্স), লায়েবুর রহমান (বার্সেলোনা, স্পেন), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), রাকিব হাসান রাফি (স্লোভেনিয়া), অর্থ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল), তথ্য গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ রাজ (পোল্যান্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স (পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান (বার্সেলোনা, স্পেন), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (লিসবন, পর্তুগাল), অভিবাসন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মারুফ (প্যারিস, ফ্রান্স), সদস্য- মিরন নাজমুল (স্পেন), এড. আনিচুজ্জামান আনিচ (ইতালি), বাবু মিয়া জসিম (অস্ট্রিয়া)।

ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন গান বাংলা টেলিভিশনের হেড অব নিউজ হুমায়ূন কবির হিমু (পর্তুগাল) ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ (যুক্তরাজ্য)।

ইবাংলা / নাঈম/ ০৩ জানুয়ারি, ২০২২

Contact Us