নারী সেনাবাহিনীদের নিয়ে মুখ খুললেন তালেবান!

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান সরকার সাবেক সরকারের আমলে সেনাবাহিনীতে কর্মরত নারীদের নিয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, সেনাবাহিনীর নারী সদস্যদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সেনাবাহিনীর নারী সদস্যদের ব্যাপারে বলেন, প্রয়োজন হলে নারীদের ফের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সাবেক আফগান সেনাবাহিনীর বিশেষজ্ঞদেরও পরবর্তীতে সেনাবাহিনীতে ঠাঁই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অবশ্য এর আগে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তারা এক লাখ সদস্যের বাহিনী গঠনের জন্য কাজ করে যাচ্ছে। গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের কর্মজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।

সাবেক সরকারের আমলে যেসব নারী সদস্য আফগান সেনাবাহিনীতে কাজ করতেন তাদের ভবিষ্যতে পড়েছে অনিশ্চয়তায়।সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীতে ছয় হাজার তিনশ জনের মতো নারী সদস্য কর্মরত ছিলেন। দেশটির তিন লাখ সদস্যের নিরাপত্তা বাহিনীতে এই সংখ্যা নগন্য।

মার্কিন সরকারের নজরদারি প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) গত বছরের জুলাইতে জানিয়েছিল, আফগান পুলিশ বাহিনীতে ৪ হাজার ২৫৩ জন, সেনাবাহিনীতে একহাজার ৯১৩ জন এবং বিমানবাহিনীতে ১৪৬ জন নারী সদস্য কর্মরত ছিলেন।

ইবাংলা / নাঈম/ ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us