কুলাউড়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

ইবাংলা ডেস

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া পৌর শহরের সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে এ ঘটনাটি ঘটে।

Islami Bank

মারা যাওয়া নবজাতকটি উপজেলার বরমচালের আকুলপুর গ্রামের ছালেক মিয়া (২৭) ও নাজমা বেগম (২২) দম্পতির সন্তান।

ছালেক মিয়া বলেন, ‘সোমবার দুপুর ১টার দিকে আমার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে আসি। বিকেলে আল্ট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান বাচ্চা সুস্থ আছে। সন্ধ্যায় আমার স্ত্রীকে ওই ক্লিনিকের চিকিৎসক ডা. সারওয়ার হোসাইন সিজার অস্ত্রপাচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঘণ্টা খানেক পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে জানান মৃত বাচ্চা জন্মগ্রহণ করেছে।’

তিনি আরো বলেন, ‘পরে নবজাতক সন্তানটির পাসহ শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষতের চিহ্ন দেখতে পাই। দিনে আল্ট্রাসনোগ্রাফি করে বলা হলো বাচ্চা সুস্থ আর এখন কিভাবে বাচ্চা মারা গেলো বিষয়টি চিকিৎসকের কাছে জানতে চাই। কিন্তু এ ব্যাপারে চিকিৎসক কোনো সঠিক উত্তর দেননি। আমার সুস্থ বাচ্চাটি চিকিৎসকের ভুলে অপারেশনের সময় মারা গেছে। আমি এর এর সঠিক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সারওয়ার হোসাইন বলেন, ‘সিজারের সময় ওই নারীর মৃত বাচ্চা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ হয়ে গেছে, বিষয়টি সমাধানও হয়ে গেছে। এ বিষয়ে কিছুই বলবো না। আমার কাছে শুনে লাভ নেই।’

one pherma

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ভুক্তভোগী পরিবার আমার কাছে আসলে হাসপাতালে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। বিশেষজ্ঞ ছাড়া কেউ সিজার করতে পারবে না।

ইবাংলা / এইচ / ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us