ঢাকা উত্তরের যুব মহিলা লীগের সভাপতি বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তরের যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাবিনা আক্তার তুহিনকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মােতাবেক সাংগঠনিক অদক্ষতা, সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে নিয়ােজিত এবং সামাজিক যােগাযোগ মাধ্যমে সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদানের কারণে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য ‘কারণ দর্শানোর নােটিশ প্রদান করা হয়েছিল।

সাত কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও কোনো উত্তর না পাওয়ায় আপনাকে গঠনতন্ত্রের ১১(খ) ও ১২(খ) ধারায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এবিষয়ে সাবিনা আক্তার তুহিন বলেন, আমি এই অব্যাহতি মানি না। আমি আগেও বলেছি সামনে সম্মেলন, এর ধারাবাহিকতায় ওনি (নাজমা আক্তার) ব্যক্তিগত ক্ষোভের কারণে আমাকে অব্যাহতি দিয়েছেন। আমি এই বিষয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলব। তিনি আমাকে যা সিদ্ধান্ত দিবেন তা আমি মাথা পেতে নিব।

উল্লেখ, এর আগে গত ২১ ডিসেম্বর যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সাবিনা আক্তার তুহিনকে শোকজ করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে শোকজের জবাব পাঠানোর পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সব কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

ইবাংলা / টিআর /৪ জানুয়ারী

Contact Us