করোনার ভয়ে কাবু ভাইজান

বিনোদন ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে চিন্তিত ভারত। ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরমধ্যে দিল্লিসহ দেশটির বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে। এমন পরিস্থিতিতে করোনার ভয়ে কাবু হয়ে আছেন বলিউড ভাইজান সালমান খান। ওমিক্রনের চোখরাঙানি এবং ভারতজুড়ে করোনার দাপটের মাঝেই ফের ‘টাইগার ৩’-র কাজ শুরু করছেন সালমান। এ জন্য বাড়তি সাবধানতা অবলম্বন করছেন নিজেকে সুস্থ রাখতে।

Islami Bank

বলিউড সূত্রের খবর, নির্দিষ্ট একটি দৃশ্য শ্যুট করতে ঠিক যতজন কলাকুশলী প্রয়োজন, শুধুমাত্র তাদেরই সেটে আসার নির্দেশ দিয়েছেন সালমান। বর্তমান পরিস্থিতিতে অযথা লোকজনের ভিড় এড়িয়ে চলতে চাইছেন তিনি। প্রযোজনা সংস্থার সদস্যদেরও কাজের সময় করোনার বিধিনিষেধ মেনে চলার উপদেশ দিয়েছেন এ অভিনেতা।

one pherma

ইমরান হাশমির সঙ্গে একটি মারপিটের দৃশ্য শ্যুট করতে চলেছেন সালমান। নিখুঁতভাবে সেই দৃশ্য ফুটিয়ে তোলার জন্য সেটে উপস্থিত থাকবেন একজন ফাইট কোঅর্ডিনেটর এবং তার একটি বড় দল। ছবির এক সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন, কেউ কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সালমান নিজে শ্যুটের সব বিষয়ে নজর রাখছেন। সব ধরনের সাবধানতা মেনে কাজ করতে চাইছেন তিনি।

ইবাংলা / নাঈম/ ০৪ জানুয়ারি, ২০২২

Contact Us