লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ যাত্রীরা হল- ছাব্বির (১৮), মুতালেব (৪২), জেসমিন আক্তার, আব্দুল্লাহ (২২), তাসমিন আক্তার, তামিম, তাসফিয়া ও আব্দুল্লাহ মুয়াছিন।এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। নিখোঁজ রয়েছেন আর ৮ থেকে ১০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল চারদিক। ওই সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জ ঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি সোবহানের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। নিখোঁজ রয়েছেন আর ৮ থেকে ১০ জন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ৮ থেকে ১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। আমরা নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
ইবাংলা / টিআর /৫ জানুয়ারী