জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের জেল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে বাদশা (২০)।

Islami Bank

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোট দেওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করে বাদশা।

one pherma

বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দেওয়া হয়।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us