নির্বাচনে হেরে রাস্তা বন্ধ করলেন মেম্বারপ্রার্থী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় ইউপি নির্বাচনে হেরে প্রতিবেশীদের চলাচলের তিনটি রাস্তা বন্ধ করে দিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মোজাম্মেল হক ও তার সমর্থকরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাগদৈল গ্রামে গাছের ডাল ও বাঁশ দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

Islami Bank

রাগদৈল গ্রামের মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন, শহীদুল ইসলাম, আবু হানিফ ও কাউছারসহ আরও অনেকে জানান, ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এম আব্দুর রহমান (ফুটবল প্রতীক) জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক (আপেল প্রতীক) পরাজিত হয়ে পাঁচ বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেন।

one pherma

এতে দৈনন্দিন কৃষিকাজসহ যাতায়াতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এলাকাবাসী যাতায়াতের পথ খুলে দিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, এটা বাড়ির লোকজনের বিষয়। ব্যক্তিগত জায়গা হাওয়ায় বাড়ির লোকজন পথ বন্ধ করে দিয়েছে।

ইবাংলা /টিআর / ৭ জানুয়ারি

Contact Us