অস্ত্রসহ ৪ জন ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮), নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২)।

Islami Bank

টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান।

one pherma

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মামলার পর গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ইবাংলা /টিআর / ৭ জানুয়ারি

Contact Us