চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে আদিতমারী উপজেলার রইজব্যাগ রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের সহকারী চালক লিটন হোসেন (৩৫) আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

Islami Bank

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ‘ডাউন ৪৫৫ নং’ লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে রইজব্যাগ রেলস্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের টুকরো পড়ে। এ সময় ইঞ্জিনের কাঁচ ভেদ করে একটি পাথর ট্রেনের সহকারী চালক লিটন হোসেনের ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

one pherma

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

ইবাংলা /টিআর / ১৯ জানুয়ারি

Contact Us