জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী

জেলা প্রতিনিধি, বগুড়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বগুড়া-৬ (সদর) আসনের এমপি গোলাম মো. সিরাজের উদ্যোগে শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

Islami Bank

বগুড়ার মুখ ও বধির বিদ্যালয়, খান্দার আরাবিয়া এতিম খানা, রওশান শাহ হাফিজিয়া মাদ্রাসা ও তালিমুল কোরআন সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ৫০০ প্যাকেট খাবার বিতরণ করেন তিনি। এসময় জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

one pherma

এছাড়া জেলা বিএনপির উদ্যোগে বাদজোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনী নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন। এছাড়া সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ইবাংলা /টিআর / ১৯ জানুয়ারি

Contact Us