নিয়ামতপুরে মেম্বার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, তারই ধারাবাহিকতায় ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক মন্টুর নেতৃত্বে পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

মোটরসাইকেল শোডাউন ও পথসভায় ওয়ার্ডের বিভিন্ন লোকজনকে ইচ্ছাকৃতভাবে যোগদান করতে দেখা গেছে। মোটরসাইকেল শোডাউন বিজলী গ্রাম থেকে শুরু করে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও গ্রাম প্রদর্শন করেন।

পথসভায় মেম্বার পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক মন্টু বলেন, আমি আমার ৬ নং ওয়ার্ডবাসীর পাশে সব সময় ছিলাম, যেমন মহামারী করোনাকালীন সময়ে ত্রাণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছি। এই ওয়ার্ডের জনকল্যাণমূলক যেসব কাজ রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শতভাগ দিতে পেরেছি, ভিজিডি কার্ড যেগুলো আছে, সেগুলো অতি অল্প এজন্য আমি সবার মাঝে বিতরন করতে পারি নাই।

one pherma

তিনি আরো বলেন, মানুষ মাত্রই ভুল থাকতে পারে, আমার চলাফেরার মাধ্যমে আপনাদের যদি কোনভাবে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আমি যদি আবারো আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমার যেসব অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করব ইনশাআল্লাহ।

ইবাংলা/ টিআর/ ২২ জানুয়ারি

Contact Us