রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ইবাংলা ডেস্ক

সন্ত্রাসী হামলার শিকার যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকার।

শনিবার (২২ জানুয়ারি) রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হকের উপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে তারা।

বিকেলে বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে রুপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন তারা। হামলাকারীর নাম আসলাম সরকার। গাড়ী নং, ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।

হামলার শিকার আল আমিন হক জানান, রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে ওই সন্ত্রাসী। পরে যমুনা টেলিভিশনের স্টাফ ও ক্যামেরার উপরও হামলা করে সে। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন হককে মেরে রক্তাক্ত করে তারা। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের উপর।

স্থানীয়রা জানান, সহযোগীদের নিয়ে দফায় দফায় যমুনা টেলিভিশনের স্টাফদের ওপর হামলা করে সন্ত্রাসী আসলাম সরকার।

ইবাংলা / এইচ/ ২২ জানুয়ারি, ২০২২

Contact Us