নৌকার অফিস ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুন অর রশিদের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাহাদুরপুর ইউনিয়নের মাহিশো মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

Islami Bank

নৌকার প্রার্থী মামুন অর রশিদ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে থানায় এসে মাহিশো গ্রামের কছিমুদ্দিনের ছেলে তছির, মৃত খিতু মন্ডলের ছেলে ওফুর উদ্দিন, একই গ্রামের তছির ও করিম বক্সের ছেলে গফুরসহ অজ্ঞাত আরো ২০/৩০ জনের লিখিত অভিযোগ করেন।

নৌকা প্রতীকের প্রার্থী মামুন অর রশিদ বলেন, আমি দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আসার পর বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের এমরান হোসেনের লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে আমার নির্বাচনী অফিসে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আগুন দিয়ে কাঠের তৈরি নৌকা প্রতীক ও চেয়ার টেবিল পুড়িয়ে দিয়েছে এমরানের লোকজন। এতে প্রায় ৪০ হাজার টাকা ক্ষতিসাধন করেছে।

one pherma

তিনি আরও বলেন, নৌকা প্রতীক কোনো ব্যক্তির নয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতীক। যারাই নৌকা মার্কার অফিসে হামলা করেছে, তারা আর যাই হোক আওয়ামী লীগের কোনো কর্মী হতে পারে না। আজকে তাদের কাছে শেখ হাসিনাও নিরাপদ নয়। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের স্বতন্ত্র এমরান হোসেন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেখানে নিয়মিত কিছু লোকজন চোলাইমদ খেয়ে আড্ডা দেয়। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই বলে জানান তিনি। পরিকল্পিত এসব ঘটনার ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ইবাংলা/ টিআর/ ২২ জানুয়ারি

Contact Us