অনলাইন শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের প্রতি পরামর্শ
রিসাত রহমান, নিজস্ব প্রতিবেদন
কোভিড-১৯ আমাদের শিখিয়েছে কীভাবে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালাতে হয়। বিগত দুই বছরে বাংলাদেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষা-কার্যক্রম চালনার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা বিষয়ে বিভিন্ন সময়ে ট্রেনিং দিয়েছে।
দীর্ঘদিনের অনলাইন কার্যক্রম শেষে যখনই অফলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হল ঠিক এই সময়ে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ। বলা যায় শুরু হতে চলেছে অনলাইন শিক্ষা-কার্যক্রম ২.০।
এই সময়ে অভিভাবকগনের জন্য নিম্নোক্ত সবিনয় পরামর্শ দেওয়া হল যা আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-
১. প্রিয় অভিভাবকগণ আপনার ছেলে/মেয়েকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়ার টেবিলে বসাবেন।
২. বই পড়ে খাতায় লিখান এবং একটু চেক করবেন কি লিখেছে।
৩. অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ নিশ্চিত করুন।
৪. কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস শেষে মোবাইল ফোনটি নিয়ে নিন এবং ক্লাস শুরুর পূর্বে মোবাইল দিন। ক্লাস ছাড়া মোবাইল হাতে দিবেন না।
৫. মা ই পারবেন তত্ত্বাবধায়ন করতে।
৬. বকা দেওয়া থেকে বিরত থাকুন।
৭. আমরা সন্তানদের আদর করি, বুঝিয়ে বলি, জোর করা থেকে বিরত থাকি।
৮. লেখাপড়ার জন্য কোন ছাড় দেওয়া যাবে না।
৯. পরিবারের সদস্যরা একসাথে খাবার খান, একসাথে গল্প করুন।
১০. কিছু কিছু ঘরের/ বাসার কাজ করান।
১১. নিজের পড়া নিজে পড়ে এমন অভ্যাস করান।
ইবাংলা / এইচ/ ২২ জানুয়ারি, ২০২২