পরিবেশমন্ত্রী দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

Islami Bank

মন্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ থাকায় বুধবার (২৬ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেয়া হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রিপোর্ট করোনা পজিটিভ বলে জানানো হয়।

মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

one pherma

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রী ইতোপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইবাংলা/ ই/ ২৭ জানুয়ারি, ২০২২

Contact Us