শান্তিরক্ষায় মালি পৌঁছেছেন ১৪০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পৌঁছেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তারা মালির রাজধানী বামাকোতে অবতরণ করেন।

রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, কমান্ডার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. রাহাত গাওহারীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন পুলিশ মালি গেছেন।

তিনি আরও জানান, বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স- অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

এর আগে গত ১৩ জানুয়ারি ওই কন্টিনজেন্টের অগ্রগামী দলের আরও ১৪০ সদস্য মিশন এলাকায় পৌঁছান।

ইবাংলা /এইচ/ ৩১ জানুয়ারি, ২০২২

Contact Us