এসিল্যান্ড ও ইউএনও করোনায় আক্রান্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Islami Bank

আরেক সূত্রে জানা গেছে, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হন। রোববার (৩০ জাানুয়ারি) ইউএনও শ্রাবণী রায়ের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে জানা গেছে। বর্তমানে উপজেলার দুই কর্মকর্তাই তাঁদের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আজিজুল হক জানান, গত ২৪ ঘন্টায় উপজেলায় তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান, হাসপাতালে শুধুমাত্র এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা পরীক্ষা চলছে। নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে।

one pherma

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলী হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনূল হক জানান, অর্থ বরাদ্দ না থাকায় নমূনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম এই হাসপাতালে আপাতত বন্ধ রয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, করোনার এই সংকটময় সময় করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকা দুঃখজনক। তিনি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করতে জোর দাবী জানান সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট।

ইবাংলা/ ই/ ৩১ জানুয়ারি, ২০২২

Contact Us