পৃথক দুর্ঘটনায় নিহত ৩, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের কলার ঝিরি লাংরি মুরং পাড়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লাংরি পাড়ার কারবারির পুত্র রেংনং ম্রো (৩৫) ও একই এলাকার বাসিন্দা রিংরাও ম্রো (৩২)। এই ঘটনায় পাশের রুমে থাকা মেনরাই নামে একজন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউপির ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরং পাড়ায় মেনরাই ¤্রাের ঘরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায় রেংনং ম্রো (৩৬) রিংরাও ম্রো (৩২) ও মেনরাই ম্রো (৪২)। গভীর রাতে ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় রেংনং ম্রো ও রিংরাও ম্রো। এ ঘটনায় আহত হয় পাশের রুমে থাকা মেনরাই ম্রো।
স্থানীয়দের ধারণা রাতে অতিরিক্ত মদ পান করে অবচেতন অবস্থায় কুপির বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন ৩ যুবক। পরে গভীর রাতে কুপির বাতি (চেরাগ বাতি) পড়ে গিয়ে সারা ঘরে আগুন লেগে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় রেংনং ম্রোও রিংরাও ম্রো নামে দুই যুবক। পরে এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে লাশ উদ্ধার করে এবং আহতকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ভোর রাতেই কলারঝিরি লাংড়ি মুরুং পাড়ায় ছুটে যাই। সেখানে পুড়ে যাওয়া ২ যুবকের লাশ উদ্ধার করি এবং আহত ১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করি।
অেন্য ঘটনায়, রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় ব্রেইলী ব্রীজ ভেঙ্গে চাউল ভর্তি ট্রাক খাদে পড়ে আব্দুল গফুর (৪৭) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বান্দরবান থেকে চাল ভর্তি একটি ট্রাক রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় পৌঁছালে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাকটি ঝিড়িতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দু’পাড়ের অসংখ্য যাত্রী।
বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন বলেন, রুমায় যাওয়ার সময় মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে যায়। বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি ইউনিয়নের মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার মারা গেছে। নিহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
ইবাংলা/ ই/ ২ ফেব্রুয়ারি, ২০২২