ছুটি বাড়তে পারে আরও এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান করোনা পরিস্থিতির বিষয়ে অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। আর এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক সপ্তাহ ছুটি বাড়তে পারে। বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুঠোফোনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

Islami Bank

দীপু মনি বলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, সেহেতু ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

one pherma

তবে এর মধ্যেই ইঙ্গিত মিলেছে, চলমান এ ছুটি বাড়তে পারে এক থেকে দুই সপ্তাহ। আর শিক্ষার্থীদের করোনার টিকানের গতি বাড়াতে টিকা সপ্তাহ করারও কথা ভাবছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, করোনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে পূর্বের বছরের মতো ধাপে ধাপে বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

ইবাংলা/ ই/ ২ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us