শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস জবি ছাত্রলীগের
রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ
দায়িত্বগ্রহণের প্রথম মাসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নানা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। জবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী এবং সাধারণ সম্পাদক আকতার হোসাইন কেন্দ্রীয় কমিটির নির্দেশে জবি টিএসসি সংস্কার করেন। তারই ধারাবাহিকতায় আরো ১১দফা কর্মসূচি হাতে নেয় এবং বাস্তবায়নের জন্য জবি প্রশাসনকে অবগত করেন।
গত ২ ফেব্রুয়ারী ২০২২ উন্মুক্ত লাইব্রেরিতে সাধারন শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় শেষে ক্যাম্পাসের স্বার্থে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আক্তার হোসাইন নিম্নোক্ত ১১দফা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন।
১. ক্যাম্পাসের মেইন গেইট ডিজিটাল করা হবে এবং ২য় গেট সংস্কার করা হবে।
২. প্রত্যেক বিভাগ ও অনুষদে ডিজিটাল নেমপ্লেটে হবে।
৩. উন্মুক্ত লাইব্রেরির সুযোগ-সুবিধা ও পরিধি বৃদ্ধি করা হবে।
৪. ক্যাম্পাসে ২টা আধুনিক ওয়াশরুম করা হবে।
৫. মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স দেখানো হবে।
৬. খাবারের মান উন্নয়নে তদারকি অব্যাহত থাকবে।
৭. বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে সবাইকে আরও নম্র ও মার্জিত জীবন যাপনের আহবান করেন।
৮. ক্যাম্পাসে শিক্ষক নিয়োগে নিজস্ব মেধাবী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার ও তাদের পাশে থাকার আশ্বাস।
৯. ক্যাম্পাস সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
১০. করোনা পরবর্তীতে সেন্ট্রাল লাইব্রেরির পার্টিশনের অগ্রগতি নিশ্চিত করা হবে।
১১. মনোবিজ্ঞান বিভাগের সামনে রেলিং দ্রুত সংস্কার করা হবে।
জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে জবি ছাত্রলীগ সর্বদা সচেতন। আমরা প্রমান করে দেখাবো জবি ছাত্রলীগ কতটা শিক্ষার্থীবান্ধব হতে পারে।
ইবাংলা/ ই/ ৩ ফেব্রুয়ারি,২০২২