ব্রিটিশ ধাতব মুদ্রাসহ ২ প্রতারককে গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভযিোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতবিার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজলোর সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলনে- নওগাঁর শাহাপুর এলাকার আফজাল মন্ডলের ছেলে শফকিুল ইসলাম(৪০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকার বালুকাপাড়ার জহুরুল ইসলামের ছেলে বপ্লিব দেওয়ান (২৭)। শুক্রবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১২।
র্যাবের বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানায়, ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণা করে আসছিলেন শফিকুল ও বিপ্লব। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সান্তাহার পোঁওতা রেলগেইট এলাকা থকেে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, ৪টি মোবাইল, ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। পরে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়ছে।
আদমদীঘি থানার অফসিার ইনর্চাজ জালাল উদ্দীন জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ছে।
ইবাংলা/ ই/ ৪ ফেব্রুয়ারি, ২০২২