২ দিন বন্ধ থাকবে সাজেক পর্যটন স্পট

ইবাংলা ডেস্ক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেকের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

Islami Bank

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন এবং পর্যটন স্পট বন্ধ থাকবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসন থেকে ইতোমধ্যে সাজেকের সকল রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে।

one pherma

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইবাংলা/ এইচ/ ৪ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us